কাউকে তো দেখিনা ।। বিশ্বাস
অনেকগুলো প্রশ্ন মনে ঘুরে ফিরে তুমি কি কাছে এসে বলে যাবে কি করব আমি - কোথায় গেলে কার কাছে গেলে মিলবে সন্ধান তোমাকে ছাড়া আর তো কাউকে দেখিনা অর্থাভাবে খেয়ে না খেয়ে দিন যাই পাওনাদারের কষাঘাতে জর্জরিত হৃদয় পড়ালেখাটা আর বুঝি হল না এত কিছু করি তবু আমি বেকার পাগলের বেশে থেমে গেছে সকল দ্বার কোথায় যাব আমি - কি করব? তুমি কি কাছে এসে বলে যাবে তোমাকে ছাড়া কাউকে তো দেখিনা আর।