কলঙ্ক ।। বিশ্বাস
জীবন খাতার পাতাগুলো সাদাই রয়ে গেছে
আমি চাই কেউ এসে উল্টে-পাল্টে দেখুক
কলঙ্কের কালি লেপ্টে দিক সর্বাঙ্গে
সামান্য দাগ কেটে দিক পৃষ্ঠায় পৃষ্ঠায়
বাহারী রং আমি চাই না - বলপেনই যথেষ্ট
কাল কালির আঁচড়েই তৃৃপ্ত হতে চাই-
হৃদয় গগন।
পেন্সিল হলেও চলবে -
চাইলেই মুছে দেবে।
Comments
Post a Comment