বৃষ্টির গান ।। বিশ্বাস
অঝর ধারায় আজি ঝরিছে বরষা
তোমার ছোয়ায় মনে আনে উষ্ণতা
টুপ টুপ শব্দে অঝর বৃষ্টি ধারা
জলের ফোটায় আজকে পাগল পারা।
চলো মাতাল হই ভিজি দুজনে
প্রসারিত হাতে চাহিয়া আকাশ পানে
ধুয়ে যাক শরীর-মনের যত পাপ
জাগে মোর প্রানে এ কোন উত্তাপ।
চোখে মুখে লাগুক বৃষ্টির ছাপ
উড়ে যাক সকল দুঃখ ব্যাথার তাপ
চলো ভালবাসি মোরা প্রকৃতির বানে
অনিন্দ সুন্দর বৃষ্টি ধারার গানে গানে।
তোমার ছোয়ায় মনে আনে উষ্ণতা
টুপ টুপ শব্দে অঝর বৃষ্টি ধারা
জলের ফোটায় আজকে পাগল পারা।
চলো মাতাল হই ভিজি দুজনে
প্রসারিত হাতে চাহিয়া আকাশ পানে
ধুয়ে যাক শরীর-মনের যত পাপ
জাগে মোর প্রানে এ কোন উত্তাপ।
চোখে মুখে লাগুক বৃষ্টির ছাপ
উড়ে যাক সকল দুঃখ ব্যাথার তাপ
চলো ভালবাসি মোরা প্রকৃতির বানে
অনিন্দ সুন্দর বৃষ্টি ধারার গানে গানে।
Comments
Post a Comment