ওকাম্পো বলেছিল ।। বিশ্বাস

বিরামহীন তীর্থযাত্রা - কারাগারবাস -
পারিনি - হবেনা
জীবন যুদ্ধে আমি এক পরাজিত সৈনিক
ওকাম্পো বলেছিল -
তুমি বরং ভালবাসতে ভুলে যাও
ওরিয়ানার মত দাপিয়ে বেড়াও।


বনমালী বিশ্বাস - একজন কবির নাম
পান্ডুলিপি ছাড়া আর কি থাকে কবিদের প্রশ্ন করেছিলাম
বাকিটুকু নিলাম - জীবন হারিয়ে গেল
পড়ে রইল কিছু টুকরো কাগজে কলমের আঁচড়
শোনা হয়নি কবি হয়ে ওঠার গল্প।

জীবন ঢের দিয়েছে - যা কিছু চাওয়া - অল্প
বলেছিল -সত্যের ভাবাবেগ একমাত্র সম্বল
আমি তখন - তখন থেকে আজ অবধি
মেলায় যায়নি - পুজিনি -পেছন ফিরে চাইনি
মিথ্যা শোরগোল ভাল লাগেনা আমার
বরং মাতাল হই - প্রশ্ন গিলি একান্তে।

ওকাম্পো বলেছিল -
তার চেয়ে তুমি বরং নীলগিরি যাও
অগভীর জলে সাঁতরাও।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি