ইস্যু ।। বিশ্বাস

আজকে রাস্তার পাশে পড়ে আছে
আমার বোনের ধর্ষিত লাশ
আজকে রাজনীতিকের চোখে মুখে লেগে আছে
আজন্ম -স্বলজ্জ সুবিধাবাদের পাপ ।

আজকে ক্রিকেট বিশেষজ্ঞময়
আজকে তোমার জন্য নয় আমার সময়
আজকে ধর্ম যার যার উৎসব সবার 

তবে ধর্মহীনে আপত্তি তোমার ।

আজকে গুড়িয়ে ফেলা হল আরও একটি পুরাকির্তী
আজকে শরতের অভিজান
আজকে পানশালায় নিরিবিলি মজমাস্তি

প্রতিটি আজকে দিন গড়ালেই কালকে হয়ে যায়।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি