সান বাঁধানো ঘাট ।। বিশ্বাস
বিষ বেদনার ঢল-অভ্যস্থ নদীর গতিপথ -
চলতে চলতে হাওয়ায় দিক ভ্রম
গাছ থেকে একটা হলুদ পাতা খসে পরল জলে
ঢেউয়ের ঝাপটা -
পরিবেশ গম্ভীর-শান্ত-শঙ্কিত-
হঠাৎ নিশ্চুপ হয়ে গেল চতুর্দিক
হৃদয়-মননে রক্তধারা বয়ে গেল এক চপট।
পাড়ে বসে আছে দুজনাতে- একান্তে
ঘন্টা বাজছে ঢং ঢং - ছুটির ঘন্টা
ছায়া সুনিবিড় বাতাস পাল্টে দিতে চাওয়া রং
মিটি মিটি আলো জ্বলছে অদূরপানে
ছুটির ঘন্টা বেজে গেছে কখন -
হারাতে চাইছে মন -দুরগগনে ।
যন্ত্রনার প্রতিচ্ছবি দেখতে -
পাশের ভাঙ্গা দেয়াল থেকে খসে পড়া একটা ইঁট মাঝপথে বাধা প্রাপ্ত -
নুনে লাগা আর একটা ইঁট না না করছিল
ক্ষয়ে ক্ষয়ে পাড়টা ট্যারা-ব্যাকা প্রায় -
সান বাঁধানো ঘাটটা আজ আর তেমন নেই ।
চলতে চলতে হাওয়ায় দিক ভ্রম
গাছ থেকে একটা হলুদ পাতা খসে পরল জলে
ঢেউয়ের ঝাপটা -
পরিবেশ গম্ভীর-শান্ত-শঙ্কিত-
হঠাৎ নিশ্চুপ হয়ে গেল চতুর্দিক
হৃদয়-মননে রক্তধারা বয়ে গেল এক চপট।
পাড়ে বসে আছে দুজনাতে- একান্তে
ঘন্টা বাজছে ঢং ঢং - ছুটির ঘন্টা
ছায়া সুনিবিড় বাতাস পাল্টে দিতে চাওয়া রং
মিটি মিটি আলো জ্বলছে অদূরপানে
ছুটির ঘন্টা বেজে গেছে কখন -
হারাতে চাইছে মন -দুরগগনে ।
যন্ত্রনার প্রতিচ্ছবি দেখতে -
পাশের ভাঙ্গা দেয়াল থেকে খসে পড়া একটা ইঁট মাঝপথে বাধা প্রাপ্ত -
নুনে লাগা আর একটা ইঁট না না করছিল
ক্ষয়ে ক্ষয়ে পাড়টা ট্যারা-ব্যাকা প্রায় -
সান বাঁধানো ঘাটটা আজ আর তেমন নেই ।
Comments
Post a Comment