আত্নভোলা ।। বিশ্বাস
ইঁট পাথরের ব্যস্ত নগরীর কোলাহল ছাড়িয়ে
সে এক আত্নভোলা পথের ধারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে
আকাশপানে চেয়ে আছে অবিরাম ।
চোখে তার একগাদা স্বপ্নের আনাগোনা
ব্যস্ত ভীষন উদাসী মন - মানুষের তরে ভাবনা
বলবে কথা ভুলে দুঃখ-ব্যাথা
শ্লোক তব মানবতার মুক্তি গাঁথা
সৃজন হবে এমন মানব সমাজ- তাই নিয়ে সকল প্রকার আরাধনা।
সে এক আত্নভোলা পথের ধারে দাঁড়িয়ে দুবাহু বাড়িয়ে
আকাশপানে চেয়ে আছে অবিরাম ।
চোখে তার একগাদা স্বপ্নের আনাগোনা
ব্যস্ত ভীষন উদাসী মন - মানুষের তরে ভাবনা
বলবে কথা ভুলে দুঃখ-ব্যাথা
শ্লোক তব মানবতার মুক্তি গাঁথা
সৃজন হবে এমন মানব সমাজ- তাই নিয়ে সকল প্রকার আরাধনা।
Comments
Post a Comment