চরম উদাস ।। বিশ্বাস

ঠিক কবে থেকে মনে নেই
উদাসীনতা গ্রাস করেছে বহুকাল আগে
যবে থেকে সত্যকে চিনতে বলেছ
যেদিন পথটা দেখিয়ে দিয়েছ
ভাবতে শিখিয়েছ
চারিদিকে যা কিছু দেখি উল্টো রথ
ভুলে গেছে অনেকে
অনেকে ভুলতে বসেছে পথ
বড্ড বেশি দুঃখ হয় তখন
তখন আমি নাকি বিভ্রান্ত
কবে সত্য সঠিক ছিল
কবে পথ মুক্ত ছিল
একধাপ এগিয়ে ছিল বটে
আজ এ শুধু ধাঁধা
ধর্মের গন্ডিতে পড়েছে বাঁধা
মোল্লা -পুজারীর হাতে ঝান্ডা
চারিদিকে জরাগ্রস্থ - ধমনীতে দুর্নীতি
শিরায় শিরায় বাহুনীতি।
পেট পুজারীরা এখানে ঠিকাদার
যে যেভাবে পিষে চলেছে শ্রেনীভেদে
বুভুক্ষের খাবার ছিনিয়ে খাচ্ছে
কেউ কেউ ঘুমিয়ে কাটাচ্ছে জীবনভর

আমাকে প্রশ্ন করা হলে আমি বার বার বলি তুমি মিথ্যা
ভুল পথের যাত্রা তোমার।
এই সমাজের অরাজকতা দেখতে দেখতে
আমি ভীষন রকম ক্লান্ত।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি