ঠাঁই দাঁড়িয়ে ।। বিশ্বাস

কবে থেকে ঠাঁই দাড়িয়ে আছি -
এক পলক দেখবো তোমার লাজে রাঙা মুখ
ইদানিং ঘরটা ভীষন ফাঁকা ফাঁকা লাগে
ক্লান্তদেহ পড়ে থাকে এলোমেলো
গড়াগড়ি খাই - প্রহর গুনি
রাত গভীর থেকে গভীরতর হয় ।


লন্ঠন কেবল স্মৃতি এখন
চাঁদ দেখে রাত কাটেনা আর
কতোকাল পুবের আকাশে সোনালী আলো দেখিনা
" হ্যালো তুমি কি এখনো ঘুমোচ্ছো?
দ্যাখো আজকের সকালটা ভীষন মিষ্টি
ওই শুনছো! " কেউ বলেনা আর ।


ভোর হলে - ৩টা বেজে গ্যাছে
বিকেলটা যাই প্রতীক্ষায়

আমি ঠাঁই দাড়িয়ে আছি - স্থির
এক পলক দেখবো তোমার লাজে রাঙা মুখ
ঠিক এখানেই ছিলাম গতরাতেও
দরজায় ঠক ঠক শব্দ করছি অনবরত
ভেতর থেকে কোন সাড়াশব্দ নেই
আমি দাড়িয়ে আছি অনন্তকাল।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি