আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি ।। কবি বিশ্বাস (বাবা )
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি
বসন্ত থেকে গৃষ্ম পর্যন্ত অপেক্ষায় আছি
পাখির বাচ্চারা যেমন খাবারের জন্য বাসায় শুয়ে শুয়ে
তার মায়ের আগমন অপেক্ষায় থাকে।
চাঁদ যেমন একটু একটু করে বেড়ে পূর্ণিমা পায়
আমি ওভাবেই অপেক্ষায় আছি।
তুমি আসতে চেয়েছ, তাই অপেক্ষায় আছি।
বাতাসে ফুলের গন্ধ বয়ে আনে
কল্পনা যেমন একটি সুন্দর কিছু গড়ে
একটি প্রেম অথবা একটি সংসার
অনুভবে স্পর্শ করি তোমায়
বুদ্ধের মত অশোক গাছের নিচে নয়
প্রকৃতির প্রেমে বুধ্ব হয়ে প্রকৃতিরূপী ঈশ্বরকে পাবার আশায় নয়
আমি আমার খড়ের ঘরে তোমাকে পাবার আশায়
ভ্রুন যেমন মাতৃগর্ভে দিনে দিনে বড় হয়
আমিও ঠিক ওভাবেই অপেক্ষায় আছি
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি
বেকারেরা যেমন চাকরির আশায় অফিসে অফিসে ধর্না দেয়
বিপ্লবীরা যেমন বছরের পর বছর ধরে সংগঠনকে গড়ে তুলে
আর্টিষ্ট যেমন তুলির আঁচড় টেনে টেনে ছবি বানায়
প্যলেসটাইনেরা যেমন মুক্তির জন্য সংগ্রামে রত
ল্যাতিন আমেরিকান যেমন বর্নবাদের বিরুদ্ধে সোচ্চার
আমিও ঠিক ওভাবেই তোমার অপেক্ষায় আছি
বৃদ্ধ অথবা বৃদ্ধারা যেমন মৃত্যুর জন্য দিন গুনে
দুঃখীর মা তার মেয়েকে কোলে নিয়ে
সন্ধ্যা উঠানে বসে, তার স্বামীর দেহ শ্রমের বিনিময়ে পাওয়া তিনটি টাকার অপেক্ষায় থাকে
আমিও ঠিক ওভাবেই তোমার অপেক্ষায় আছি।
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি।
আষাড়ে কোন এক বৃষ্টি ঝরা অমবশ্যার রাত তুমি হয়ে অথবা পৌষের কোন এক কোয়াশা ভরা
ভোরের রক্তে রাঙা লাল সূর্য্য
কিংবা বিপ্লবীর বেশে মোর ঘরে এসে শিখবে মন্থন অস্ত্রের, ও মোর প্রিয়া প্রিয়তমা স্বদেশ
আমি সে অপেক্ষায় আজ অবধি বসে আছি
হে মোর নারী রুপি শব্দ সংকেত
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি।
বসন্ত থেকে গৃষ্ম পর্যন্ত অপেক্ষায় আছি
পাখির বাচ্চারা যেমন খাবারের জন্য বাসায় শুয়ে শুয়ে
তার মায়ের আগমন অপেক্ষায় থাকে।
চাঁদ যেমন একটু একটু করে বেড়ে পূর্ণিমা পায়
আমি ওভাবেই অপেক্ষায় আছি।
তুমি আসতে চেয়েছ, তাই অপেক্ষায় আছি।
বাতাসে ফুলের গন্ধ বয়ে আনে
কল্পনা যেমন একটি সুন্দর কিছু গড়ে
একটি প্রেম অথবা একটি সংসার
অনুভবে স্পর্শ করি তোমায়
বুদ্ধের মত অশোক গাছের নিচে নয়
প্রকৃতির প্রেমে বুধ্ব হয়ে প্রকৃতিরূপী ঈশ্বরকে পাবার আশায় নয়
আমি আমার খড়ের ঘরে তোমাকে পাবার আশায়
ভ্রুন যেমন মাতৃগর্ভে দিনে দিনে বড় হয়
আমিও ঠিক ওভাবেই অপেক্ষায় আছি
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি
বেকারেরা যেমন চাকরির আশায় অফিসে অফিসে ধর্না দেয়
বিপ্লবীরা যেমন বছরের পর বছর ধরে সংগঠনকে গড়ে তুলে
আর্টিষ্ট যেমন তুলির আঁচড় টেনে টেনে ছবি বানায়
প্যলেসটাইনেরা যেমন মুক্তির জন্য সংগ্রামে রত
ল্যাতিন আমেরিকান যেমন বর্নবাদের বিরুদ্ধে সোচ্চার
আমিও ঠিক ওভাবেই তোমার অপেক্ষায় আছি
বৃদ্ধ অথবা বৃদ্ধারা যেমন মৃত্যুর জন্য দিন গুনে
দুঃখীর মা তার মেয়েকে কোলে নিয়ে
সন্ধ্যা উঠানে বসে, তার স্বামীর দেহ শ্রমের বিনিময়ে পাওয়া তিনটি টাকার অপেক্ষায় থাকে
আমিও ঠিক ওভাবেই তোমার অপেক্ষায় আছি।
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি।
আষাড়ে কোন এক বৃষ্টি ঝরা অমবশ্যার রাত তুমি হয়ে অথবা পৌষের কোন এক কোয়াশা ভরা
ভোরের রক্তে রাঙা লাল সূর্য্য
কিংবা বিপ্লবীর বেশে মোর ঘরে এসে শিখবে মন্থন অস্ত্রের, ও মোর প্রিয়া প্রিয়তমা স্বদেশ
আমি সে অপেক্ষায় আজ অবধি বসে আছি
হে মোর নারী রুপি শব্দ সংকেত
তুমি আসতে চেয়েছ তাই অপেক্ষায় আছি।
Comments
Post a Comment