শব ।। বিশ্বাস

রাস্তার পাশে পড়ে আছে বন্ধুর শবদেহ
শকুনেরা ছিড়ে ছিড়ে খাচ্ছে হাড় হতে মাংশ
পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে
সেই গন্ধে তোমার নাক সিঁটকোয়। 
পুঁতে দেয়ার মানুষের বড্ড অভাব
বন্ধুকে তুমি চিনো না -চিনতে চাও না
তোমার চোখ যাই না সেখানে -
নিজেকে নিয়েই ব্যাস্ত তুমি গড়তে প্রাচুর্য পাহাড়সম
তোমার সময় হয় না পাশের বাসার মানুষটার জন্য
নিজেকে নিয়েই তুমি ধন্য
তোমার সময় নেই বন্ধুর জন্য লাশের জন্য
একদিন ঠিক এভাবেই তোমার দেহ খুটে খুটে খাবে শকুনের দল
তোমারও ঠিক একই দশা হবে সেদিন
সেদিন হয়ত কাক-পক্ষীও ঠোকর পাড়বে
পচে-গলে খসে খসে পড়বে হাড়-মাংশ।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি