শেষ বিকালে ।। বিশ্বাস
ভেবে ছিলাম কাছে ডেকে বলি
তোমার হাতটি ধরে চলি
সন্ধ্যার অবসরে তোমাতে চক্ষু মেলি
ট্যাক্সি ক্যাবে চড়ে দুরে কোথাও চলে যায়
শহরের কোলাহল ছেড়ে ঘন্টা কয়েক।
ভেবে ছিলাম কাছে গিয়ে বলি
তোমার হাতটি ধরে চলি
দুপুরের তপ্ত রোদে খাতার ছায়া ফেলি
রিক্সার হুড লাগাতে গিয়ে মাথায় মাথায় ধাক্কা
খেয়ে রাগে কেটে যাবে কয়েক ঘন্টা চুপচাপ।
ভেবে ছিলাম দুরে থেকে ইসারায় বলি
তোমার হাতটি ধরে চলি
শেষ বিকালের মেঘে উন্মুক্ত পায়ের বৃষ্টি হোলি
বেলা ফুরালে তোমার যাবার পথে দূর থেকে
চেয়ে থাকি কতোক্ষন।
ভেবে ছিলাম কিছু না বলি
আমি বরং একা একাই চলি
ভিজে কুঁকড়িয়ে যাক না পাওয়া বাসনা গুলি
কতোক্ষন বসে থেকে হঠাৎ হারিয়ে যাই
তোমার বিচরন ভুমি হতে গন্তব্যের রথে।
তোমার হাতটি ধরে চলি
সন্ধ্যার অবসরে তোমাতে চক্ষু মেলি
ট্যাক্সি ক্যাবে চড়ে দুরে কোথাও চলে যায়
শহরের কোলাহল ছেড়ে ঘন্টা কয়েক।
ভেবে ছিলাম কাছে গিয়ে বলি
তোমার হাতটি ধরে চলি
দুপুরের তপ্ত রোদে খাতার ছায়া ফেলি
রিক্সার হুড লাগাতে গিয়ে মাথায় মাথায় ধাক্কা
খেয়ে রাগে কেটে যাবে কয়েক ঘন্টা চুপচাপ।
ভেবে ছিলাম দুরে থেকে ইসারায় বলি
তোমার হাতটি ধরে চলি
শেষ বিকালের মেঘে উন্মুক্ত পায়ের বৃষ্টি হোলি
বেলা ফুরালে তোমার যাবার পথে দূর থেকে
চেয়ে থাকি কতোক্ষন।
ভেবে ছিলাম কিছু না বলি
আমি বরং একা একাই চলি
ভিজে কুঁকড়িয়ে যাক না পাওয়া বাসনা গুলি
কতোক্ষন বসে থেকে হঠাৎ হারিয়ে যাই
তোমার বিচরন ভুমি হতে গন্তব্যের রথে।
Comments
Post a Comment