একজন প্রেমিকের শ্লোক ।। বিশ্বাস

কত শত বার প্রেমে পড়েও আমি
প্রেমিক হতে পারিনি
আমার যদি কোন কিছু থেকে থাকে
তবে তা অপ্রেমে
যার অন্তরে ক্ষরন নাই- অতৃপ্তিরা কাঁদে না
তাকে আমি বরং মানুষরুপী শরীর বলব মানুষ নয়
অজস্র প্রেমিকার ভিড়ে যাপন করি অনাড়ম্বর জীবন।


আমার প্রেমিকারা সব যুদ্ধবন্দিনী
দাসী হিসেবে যাদের ভোগ করে চলে
শস্যক্ষেত্রে ফসল ফলাতে চাষাবাদ চলে বাধাহীন
ইচ্ছা -অনিচ্ছা মুল্যহীন
যাদের
জমির মালিক সকল কৃষ্টির পুরুষতন্ত্র
চাই এমন একটা মন্ত্র -
যাতে স্লোগানে স্লোগানে মুখর হবে প্রতিটি হৃদয়
পুরুষতন্ত্র নিপাত যাক, প্রেমিকারা সব মুক্তি পাক।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি