যাযাবর ছাব্বিশ ।। বিশ্বাস

বাজার দর বেশ ভালই - সীজন চলছে এখানে -
এই ভদ্র পল্লীতে
সমাগম মুখর খদ্দের পদচারনায় - অলিতে গলিতে ।

এই শহরে আমি এক যাযাবর ঘরহীনা -
আমাকে ঘিরেই নাকি তোমার যত সমস্যা
কেন? আমি তোমার মত ভন্ড পথে চলি না -
তোমার মত ভন্ড কথা বলিনা - তাই।
তবে জেনে রাখো -
এই শহরে আমি অন্য কিছু করতে এসেছি
এই শহরে আমি একজনের স্বপ্ন পুরনে এসেছি। 


একধাপ এগোতে দুই ধাপ পিছিয়ে পড়ি
স্বপ্নের পিছু নিতে ক্লান্ত ভীষন পেট পুজারী
তবু কি হেরে যাবে নব জীবনের কান্ডারী
তুচ্ছ হই বার বার যত বিবেকের খুঁটি নাড়ি।

চোখে দ্যাখে এক আর কানে শোনে অন্য
শোনা কথায় সঠিক ভেবে সবাই এখন ধন্য
গাল গল্প এই সমাজে হয়েছে নিত্য পন্য
সত্য সঠিক তাই আজকাল বিভ্রান্ত বলে গন্য।

ছাব্বিশ সংকটে জরাজীর্ন
মস্তিষ্ক একাকীত্বে পরিপুর্ন
নিজের কাছে নিজেই অপদার্থ বলে গন্য
আর তোমরা মিথ্যা আশার প্রলাপ নিয়ে ধন্য।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি