বিষাদ ।। বিশ্বাস

তুমি কি আমার পাশে এসে বসবে
দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে -
বিষাদও বলতে পারো -
ঢলে ঢলে গোলতে পারো।

সিগারেটটা উল্টো দিকে ধরিয়ে ফেলেছি
অযথা কটা টাকা নষ্ট হয়ে গেল
তুমি থাকলে কত কথার মাঝে
ঠিক করে দিতে নিশ্চয়।

আমি বিষাদ লিখি -
বেদনার গান গেয়ে যাই এবেলা ওবেলা
হৃদয় জুড়ে বসত করে সে -
চরন ভূমে বিচরন তার -
খেলে যাই মন এ কোন খেলা।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি