আমাকেও প্রভু মনে করে ।। বিশ্বাস

আমি একজনকেই বলেছি -
অনেকের সাথেই টলেছি ঢলেছি -
যদি বল আমি কি পারি তুমি কি পার প্রশ্ন থেকে যায়
আমরা কি প্রতিনিয়ত অভিনয় করে চলছি না
প্রতিনিয়ত মিথ্যা বলছি না
নিজের মত করে বানিয়ে বলছি না
বলছি তো নাকি -
জানতে আপত্তি কেন এত তোমার
এত ঠুনকো কেন তোমার অনুভুতি
অতি অল্প হাওয়ায় নড়ে ওঠে খুঁটি।


আমাকে থামিয়ে দিতে চাই -থামবো না আমি -
কেন থামবো - উদ্দেশ্য কি তোমার?
বন্দী জীবন -গন্ডির মধ্যে বিচরন!
বিশ্ব দরবারে তাকিয়ে দেখ - সুখী কে
নিজেকে প্রস্ফুটিত করতে ব্যাস্ত কে
কোন পথে হাঁটছ তুমি? জীবন মুখী চিন্তা কি করো
আমাকে কেন থামাতে চাও -উদ্দেশ্য কি তোমার
সুবিধা গ্রহন- ক্ষমতার লোভ -নিয়ন্ত্রন!

গতকাল বেয়নেট দ্যাখাবে বলেছিল
রাইফেল হাতে-কাঁধে তরবারী নিয়ে অপেক্ষা করেছে
দুর থেকে কতোক্ষন দেখেছি - নির্বোধ পার্থক্য বোঝেনা
পেছনে কতোগুলো মস্তিষ্কহীন প্রাণী -
হুকুমের গোলাম - গো-গ্রাসে গিলছে হুকুম।
আমাকেও প্রভু মনে করে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি