চৌকস ।। বিশ্বাস

ওরা চৌকস ওরা দুরন্ত
জয়ের নেষার মত্ত ওরা
গড়তে বিভব অনিন্দ
ভাঙতে শেকল বদ্ধ ঘরে
দ্বার খুলে দাও ওদের তরে।

ওরা চৌকস ওরা দুরন্ত
সকল বাধা ছিন্ন করে
হাসতে হাঁসি জয়ের তরে
চিত্ত ওদের বাহুর পরে
নেষায় পেয়েছে হৃদয় জুড়ে
ভাঙবে শেকল বদ্ধ ঘরে।

ওরা চৌকস ওরা দুরন্ত
জালাতে আলো পরের তরে
ক্ষুদ্র তব নিজের ঘরে
আগুন জালাও বুকের পরে
হানবে আঘাত বন্ধ দ্বারে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি