এত এত তারপর ।। বিশ্বাস

তারপর--
তারপর সারাটা বিকেল গড়িয়ে গেল
তারপর দীর্ঘ আড়াই মিনিট চুম্বন শেষে
তারপর ধানক্ষেত কলের ঘর
তারপর নগ্ন বদন - আঁকিবুকির লীলাখেলা
তারপর আঁচল পেতে বসেছিলে
তারপর একটা উপাধি -বেশ্যা
তারপর আত্নহননের ব্যর্থ চেষ্টা
তারপর নিরুদ্দেশ যাত্রা
তারপর একজন জালাল
তারপর আরেকটা বিকেল লম্পট্যে
তারপর লোকালয় থেকে লোকালয়ে বয়ে চলল ধারা
তারপর --
এভাবে আর কত তারপর হলে তুমি ক্ষান্ত হবে
এভাবে আর কত তারপর হলে নড়েচড়ে উঠবে
তারপর নতুন সুর্য ভোরের আলো
আর কত তারপর হলে জাগবে তুমি!

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি