কলম ।। বিশ্বাস
একটা কলম
একটা সাদা পৃষ্ঠা - কয়েকটা শব্দ
বহুক্কাল যাবৎ হারতে হয়েছে
হেরেও জিতে গ্যাছে
সক্রেটিস - একটা কলম
প্লেটো - কলম
এরিস্টটল - কলম
আর্কিমিডিস - কলম
নিউটন - কলম
আইনস্টাইন - কলম
হকিংস - কলম
রবীন্দ্রনাথ - কলম
নজরুল - কলম
আজাদ - কলম
কবি - কলম
এমন শত শত কলম পৃথিবীর বুকে
অথচ বর্তমানের কাছে হার আছে
তবু সময় কি ভুলে গেছে?
মনে রেখেছে, রাখবেও নিশ্চয়।
একটা সাদা পৃষ্ঠা - কয়েকটা শব্দ
বহুক্কাল যাবৎ হারতে হয়েছে
হেরেও জিতে গ্যাছে
সক্রেটিস - একটা কলম
প্লেটো - কলম
এরিস্টটল - কলম
আর্কিমিডিস - কলম
নিউটন - কলম
আইনস্টাইন - কলম
হকিংস - কলম
রবীন্দ্রনাথ - কলম
নজরুল - কলম
আজাদ - কলম
কবি - কলম
এমন শত শত কলম পৃথিবীর বুকে
অথচ বর্তমানের কাছে হার আছে
তবু সময় কি ভুলে গেছে?
মনে রেখেছে, রাখবেও নিশ্চয়।
Comments
Post a Comment