বীজ ।। বিশ্বাস
নিন্দিত অনিন্দিতার নন্দিত আবাসভূমে
একটা গাছ লাগাবো আমি
একটা বটগাছ - ছাতার ন্যায় চারিদিকে ছড়িয়ে
ছিটিয়ে থাকবে যার ডালপালা
বাদুড়ের সমাগমে গুনঞ্জন মুখর ছলাকলা।
একটা বীজ চাই আমার - মনুষত্ব্য
ঝড় বাদল জ্বলোচ্ছাস এমন কি কনকনে শীতেও
আঁকড়ে বাঁচব যার প্রসারিত হাত।
একটা চারা গাছ চাই আমার - তিলে তিলে হয়ে
উঠবে জরাগ্রস্থ ধরনীর রক্ষা-কবজ
দূষনহীন অক্সিজেন ছড়াবে বাতাসে
গড়ে তুলবে শ্রান্ত পরিশুদ্ধ মগজ ।
একটা গাছ লাগাবো আমি
একটা বটগাছ - ছাতার ন্যায় চারিদিকে ছড়িয়ে
ছিটিয়ে থাকবে যার ডালপালা
বাদুড়ের সমাগমে গুনঞ্জন মুখর ছলাকলা।
একটা বীজ চাই আমার - মনুষত্ব্য
ঝড় বাদল জ্বলোচ্ছাস এমন কি কনকনে শীতেও
আঁকড়ে বাঁচব যার প্রসারিত হাত।
একটা চারা গাছ চাই আমার - তিলে তিলে হয়ে
উঠবে জরাগ্রস্থ ধরনীর রক্ষা-কবজ
দূষনহীন অক্সিজেন ছড়াবে বাতাসে
গড়ে তুলবে শ্রান্ত পরিশুদ্ধ মগজ ।
Comments
Post a Comment