প্রতিচ্ছবি ।। বিশ্বাস
সমস্ত বিভ্রান্ত পথ - হারিয়ে খুজবে মনোরথ -
একদিন হয়ত অজানা শব্দটা হারিয়ে যেতে চাবে
কোন এক অজানা কারনে অজানা গন্তব্যে - অজানা চেতনা-
পাড়ি জমাবে মন মন্দিরে - ভিড় ঠেলে দেখবে
এখানে বিশ্বাসের ঠাঁই নেই
পুরোনো কে আকড়ে ধরে রাখতে নেই।
অবিশ্বাস - সে তো মূল্যহীন এখানে, অসম্ভব।
ব্যাস্ত নগর জীবন - সচরাচর
ঘড়ির কাঁটা টিক টিক শব্দে ঘুরছে
পার করতে সহস্র কোটি বছর।
তবু কি ভুলে যাবে - জেতে হয় জানি
তবু কি ফিরে দেখবে- ফিরবে না জানি
তবু ভালবাসতে শিখবে মাতাল প্রেমিক।
একদিন হয়ত অজানা শব্দটা হারিয়ে যেতে চাবে
কোন এক অজানা কারনে অজানা গন্তব্যে - অজানা চেতনা-
পাড়ি জমাবে মন মন্দিরে - ভিড় ঠেলে দেখবে
এখানে বিশ্বাসের ঠাঁই নেই
পুরোনো কে আকড়ে ধরে রাখতে নেই।
অবিশ্বাস - সে তো মূল্যহীন এখানে, অসম্ভব।
ব্যাস্ত নগর জীবন - সচরাচর
ঘড়ির কাঁটা টিক টিক শব্দে ঘুরছে
পার করতে সহস্র কোটি বছর।
তবু কি ভুলে যাবে - জেতে হয় জানি
তবু কি ফিরে দেখবে- ফিরবে না জানি
তবু ভালবাসতে শিখবে মাতাল প্রেমিক।
Comments
Post a Comment