তোমাতে বিভোর ।। বিশ্বাস

দ্যাখা না দিলেই পারতে
দ্যাখা দিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি
অজস্রবার ভেবেছি -
অজস্রবার তোমার প্রেমে পড়েছি -
অজস্রবার চেয়েছি -
দেখবোনা ওরম ফ্যালফ্যাল চোখের দৃষ্টিতে
ভিজবোনা দেবীময়ী ও চোখের বৃষ্টিতে। 


তবু কি পারি!
বসে আছি প্রতীক্ষায় - এ যেন ফুরাবার নয়
রাতের আকাশে চোখ মেলেছি আমি একা-
শরীর জুড়ে কম্পন - চারিদিকটা একদম ফাঁকা
জোছনা জুড়ে লেগে আছে মোহ -
চাঁদের গায়ে তোমার জলছবি আঁকা।

এত কিছুর মাঝেও কয়েকটা শব্দে বিচরন
তুমি -তুমি তুমিতুমি করে এই মন
জানি নাতো কবে-কোথায়-কিভাবে-হবে
তোমার সাথে আমার আলাপন।
তোমাতেই বিভোর -সন্ধ্যা গড়িয়ে ভোর।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি