রেখে যাও ।। বিশ্বাস
তুমি কি বরাবরের মত
অপেক্ষমান রয়ে যাবে?
তুমি কি পৃথিবীর বুক থেকে
চিরতরে হারায়ে যেতে চাবে?
অনেক প্রতিকূলতার মাঝে
টিকে থাকায় ব্যস্ত তোমার প্রাণ
হারিয়ে যেতে যেতে যদি পারো
রেখে যাও অবদান
আড়ম্বর পৃথিবীর চরাচরে -
কেউ স্মৃতিচারন না করুক
নিশানা তোমার ঠিকই রবে -
এমন কেউ নেই যে মুছে দিতে পারে
কোন একদিন হয়ত
হয়ে উঠবে অম্লান
যদি পারো রেখে যাও
অবদান - মানুষের তরে।
অপেক্ষমান রয়ে যাবে?
তুমি কি পৃথিবীর বুক থেকে
চিরতরে হারায়ে যেতে চাবে?
অনেক প্রতিকূলতার মাঝে
টিকে থাকায় ব্যস্ত তোমার প্রাণ
হারিয়ে যেতে যেতে যদি পারো
রেখে যাও অবদান
আড়ম্বর পৃথিবীর চরাচরে -
কেউ স্মৃতিচারন না করুক
নিশানা তোমার ঠিকই রবে -
এমন কেউ নেই যে মুছে দিতে পারে
কোন একদিন হয়ত
হয়ে উঠবে অম্লান
যদি পারো রেখে যাও
অবদান - মানুষের তরে।
Comments
Post a Comment