মা ।। বিশ্বাস
দেশ মাটি আমার মা -
যন্ত্রনার মুক্তিতে উৎরাবে যত বাধা
একদিন থেমে যাবে ঝড়
সেদিন বুঝবে সবাই কে আপন কে পর।
বড় ভালবাসি তোর মলিন মুখের হাঁসি
ভালবাসি প্রাণ খোলা হাঁসি
কতোটা ধোঁয়া উড়লে মেঘহীন হবে তোর আকাশ
খেলবে পাড়ার ছেলেরা মুক্ত মাঠে মন আনন্দে
গাইবে গায়েন গলা ছেড়ে
নাচবে বালিকা মুক্ত মঞ্চে
প্রেমিক যুগল চুটিয়ে প্রেম করবে আনমনে
কতোটা রক্তের ঝান্ডা উড়লে
কতোটা স্রোতের বন্যা ভাসলে -
কত কত আর কত!
ভালবাসি ভীষন ভালবাসি মাকে
দেশ মাটি আমার মা।
যন্ত্রনার মুক্তিতে উৎরাবে যত বাধা
একদিন থেমে যাবে ঝড়
সেদিন বুঝবে সবাই কে আপন কে পর।
বড় ভালবাসি তোর মলিন মুখের হাঁসি
ভালবাসি প্রাণ খোলা হাঁসি
কতোটা ধোঁয়া উড়লে মেঘহীন হবে তোর আকাশ
খেলবে পাড়ার ছেলেরা মুক্ত মাঠে মন আনন্দে
গাইবে গায়েন গলা ছেড়ে
নাচবে বালিকা মুক্ত মঞ্চে
প্রেমিক যুগল চুটিয়ে প্রেম করবে আনমনে
কতোটা রক্তের ঝান্ডা উড়লে
কতোটা স্রোতের বন্যা ভাসলে -
কত কত আর কত!
ভালবাসি ভীষন ভালবাসি মাকে
দেশ মাটি আমার মা।
Comments
Post a Comment