জানি না কে তুমি ।। বিশ্বাস

কে তুমি জানি না, জানতেও ভয় হয়
শুধু দুর হতে চেয়ে চেয়ে দেখেছি
তোমার কথা ভেবে ভেবে অর্ধচন্দ্র খেয়েছি।

আমার সবকিছুতেই অদৃশ্য একটা দেয়াল খাড়া হয়ে যায়
আমি যা কিছু খুঁজে বেড়িয়েছি
যা কিছু চেয়েছি - সব কিছুই হয়ে গেছে কোথা পাই কোথা পাই। 


দারে দারে ঘুরে ফিরে আমি আজ রড় ক্লান্ত
কিভাবে বলতে হয় সেইটাই হয়ত ভুলে গেছি
কি করে জানতে হয় সেইটায় হয়ত সবার থেকে আলাদা।

হয়ত আমি বোকা-সোকা মানুষ -
কথাগুলো সহজ করে বলে ফেলি
মনের মধ্যে যা আসে বলে ফেলি
হয়ত আমি তোমাদের মত নই
হয়ত আমি যা কিছু নই - সহজ করে কই
হয়ত আমাকে আলাদা করে দেয়া হয়।

কে তুমি জানি না, জানতেও ভয় হয়
শুধু দুর হতে নির্বোধের মত চেয়ে চেয়ে দেখেছি
জানতে চেয়েছি - সাহস হয়নি।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি