প্রেম ।। বিশ্বাস

আমার অনেক গুলো কথা আছে তোমাকে বলার
বলবও ভেবেছিলাম - হয়ে ওঠেনি
অতি অল্পেই যাওয়ার জন্য ব্যস্ত হয়েও পড়েছিলে
চলেও গিয়েছিলে।

চলে গেলে এভাবে একা ফেলে -
পারলে তুমি এভাবে চলে যেতে
আর কিছুক্ষন কি থেকে যেতে পারতে না
আমি না-হয় তোমার কাছে যেতে ভয় পাই
পাছে যদি কিছু বলো তাই -
তুমি কি বোঝো না - নাকি বুঝতে চাওনা।

হাবা গোবার মত চেয়ে থাকি -
কেবলই তোমার অপেক্ষায় দিন গুনে চলেছি আমি
বারবার ফিরে ফিরে দেখি কেনো তুমি কি বোঝো না! -
নাকি বুঝতে চাওনা - কবে বুঝবে তুমি -
কবে ভাসবো প্রেমে তুমি আর আমি।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি