পাথরের বুকে ।। বিশ্বাস

শত বছরের শত কোলাহল শেষে শত লক্ষ
আলোকবর্ষ পেরিয়ে সেদিন পৌঁছে যাবে সন্ধানে -
মুক্তি মিলবে কিনা সেদিন সেই দুর্ভাবনায় তবু
পথিক পথ চলেছে নব জীবনের জয়গানে।

মৃত পাথরের বুকে প্রাণের সাড়া জাগাতে পারলে
সে বেলা ঈশ্বরের সাথে - বিরক্তি ভরে কিছু উত্তর জানার ছিল ।
যদিও নেই - সকল উপাশনালয় -
মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা বহুল শহর-গ্রাম।

বিমর্ষ হয়ে যাত্রাপথে অতিবাহিত সে বেলা - বাস্তবিক পটে
একবিংশ শতাব্দীতে আধুনিক শব্দটা নামে মাত্র
মানষিকভাবে সংকীর্ন - ওরা সে পথে হাঁটে।

যখন দেখি -
মানষিকভাবে বিভ্রান্ত হওয়া আরেকটা পথ খুলে ফেলা হল
কিছু সংকীর্ন চিন্তার মানুষের তীব্র বিষের ছোবলে
কে বলে - তুমি মুক্তস্বাধীন মানুষের ক্রন্দলে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি