ভাল যখন বেশেছি ।। বিশ্বাস

আমি চাই তুমি এমনই থাকো
তুমি তোমার মত করে বাঁচো
ভাল যখন বেসেছি - বেসে যাব
কাছে আসো বা না আসো।

যদি তুমি বদলে যাও
নিজের কাছে হারিয়ে দাও আমাকে
সেদিনও বলব ভালবাসি -
বলি কি - ভাল যখন বেশেছি - বেসে যাব
কাছে আসো বা না আসো।

এ মন যদি ভেঙ্গে যাই
যদি বা সে আর ফিরে না চাই
ক্ষতি নেই -
ভাল যখন বেশেছি - বেসে যাব।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি