জলে যাক ।। বিশ্বাস
জলে যাক তোর সকল বাসোনা
জলে যাক চেতনার প্রহরী
জলে ডুবে গিয়ে কাতরাক সব
জলে ডুবে মরি মরি।
জলে যাক সব জলে যাক
রাজহাঁস সব বকে খাক
তোর কি তাতে?
গুনীজনে কয় মাঠে ঘাটে।
ভেবে দেখি -
দেখে দেখে হয়ে যায় পথহারা পাখি।
জলে যাক চেতনার প্রহরী
জলে ডুবে গিয়ে কাতরাক সব
জলে ডুবে মরি মরি।
জলে যাক সব জলে যাক
রাজহাঁস সব বকে খাক
তোর কি তাতে?
গুনীজনে কয় মাঠে ঘাটে।
ভেবে দেখি -
দেখে দেখে হয়ে যায় পথহারা পাখি।
Comments
Post a Comment