তোমার জন্য একটি কবিতা ।। বিশ্বাস
কেউ কখনো আমাকে এসে বলেনি -
আমার একটা কবিতা লাগবে -
আমার ছন্দ যুক্ত কটা লাইন লাগবে -
যার প্রতিটি অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত জুড়ে কেবল আমি থাকব।
কেউ বলেনি আমি তোমার কবিতা হবো
তুমি এসেছিলে -
তোমার এক পলক দৃষ্টি যেন সঙ্গম সুখ
সুতরাং আমি তোমার কাছে হেরে গেছি
আমার চোখ অন্ধ হয়ে গেছে।
শহরের অলি গলি ঘুরে ফিরে প্রতিদিন
যে পথে হাঁটি এ পথ পথিকহীন।
যাত্রা পথ নির্ধারিত হয়ে গেছে -
তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিনা
আর কত লুকোচুরি খেলবে আমার সাথে
আমার কিচ্ছু লাগবে না - শুধু মাঝে মধ্যে
এভাবেই কাছে এসো -এভাবেই ভালবেসো ।
আমার একটা কবিতা লাগবে -
আমার ছন্দ যুক্ত কটা লাইন লাগবে -
যার প্রতিটি অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত জুড়ে কেবল আমি থাকব।
কেউ বলেনি আমি তোমার কবিতা হবো
তুমি এসেছিলে -
তোমার এক পলক দৃষ্টি যেন সঙ্গম সুখ
সুতরাং আমি তোমার কাছে হেরে গেছি
আমার চোখ অন্ধ হয়ে গেছে।
শহরের অলি গলি ঘুরে ফিরে প্রতিদিন
যে পথে হাঁটি এ পথ পথিকহীন।
যাত্রা পথ নির্ধারিত হয়ে গেছে -
তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিনা
আর কত লুকোচুরি খেলবে আমার সাথে
আমার কিচ্ছু লাগবে না - শুধু মাঝে মধ্যে
এভাবেই কাছে এসো -এভাবেই ভালবেসো ।
Comments
Post a Comment