ভুলে যাই ।। বিশ্বাস
আমি ভুলে যাই
তুমি কখনো আমার ছিলেনা
আমি ভুলে যাই
তুমি কখনো আমার হবেনা
আমি ভুলে যাই
কেতা দুরস্থ অবস্থা যার -
ভালবাসা পাওয়ার আশা তার চলেনা।
সব কিছুই তো ঠিকঠাকই ছিল
শেষ মুহুর্তে এ কি করলে তুমি?
তোমাকে নিয়ে যা কিছু ভাবলাম
তার সবটাই পন্ড করে দিলে।
আমি ভুলে যাই
চোখের সামনে দন্ডায়মান অদৃশ্য এক দেয়াল
ভেদ করেছে সে যার চিত্ত কবিয়াল
যার চাঁদ আর তারা দেখে রাত পেরোয়
ভুলে যাই ভোর।
তুমি কখনো আমার ছিলেনা
আমি ভুলে যাই
তুমি কখনো আমার হবেনা
আমি ভুলে যাই
কেতা দুরস্থ অবস্থা যার -
ভালবাসা পাওয়ার আশা তার চলেনা।
সব কিছুই তো ঠিকঠাকই ছিল
শেষ মুহুর্তে এ কি করলে তুমি?
তোমাকে নিয়ে যা কিছু ভাবলাম
তার সবটাই পন্ড করে দিলে।
আমি ভুলে যাই
চোখের সামনে দন্ডায়মান অদৃশ্য এক দেয়াল
ভেদ করেছে সে যার চিত্ত কবিয়াল
যার চাঁদ আর তারা দেখে রাত পেরোয়
ভুলে যাই ভোর।
Comments
Post a Comment