রাণী তুমি ।। বিশ্বাস
তুমি প্রাচুর্যের রাণী -
তুমি বড্ড অভিমানী
রাজপ্রাসাদের অতন্ত্রপ্রহরী হয়ে
দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়।
চেয়ে দেখো চক্ষু মেলে -
দুটো চোখ কি রকম যেন
করুন দৃষ্টিতে চেয়ে আছে তোমার পানে
শুনে দেখো - হৃদয়ের কোনে
টিক টিক শব্দে শুনবে আমার নাম
ভাবনা জুড়ে কেবল আমাকেই খুঁজে পাবে।
তুমি বড্ড অভিমানী
রাজপ্রাসাদের অতন্ত্রপ্রহরী হয়ে
দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়।
চেয়ে দেখো চক্ষু মেলে -
দুটো চোখ কি রকম যেন
করুন দৃষ্টিতে চেয়ে আছে তোমার পানে
শুনে দেখো - হৃদয়ের কোনে
টিক টিক শব্দে শুনবে আমার নাম
ভাবনা জুড়ে কেবল আমাকেই খুঁজে পাবে।
আমিই কি তোমার সকল
পন্ড হওয়া অভিমান
যদি তাই হয় তবে তো
কাছে এসে শাঁসিয়ে যেতে পারো
জ্বালা মেটাতে পারো
ভয় নেই - আমি আনন্দে
আত্নহারা হয়ে যাবো দেখো।
পন্ড হওয়া অভিমান
যদি তাই হয় তবে তো
কাছে এসে শাঁসিয়ে যেতে পারো
জ্বালা মেটাতে পারো
ভয় নেই - আমি আনন্দে
আত্নহারা হয়ে যাবো দেখো।
Comments
Post a Comment