মুক্ত ডানা ।। বিশ্বাস
গন আন্দোলন গড়ে তুলবে বলে মিছিলের ডাক দেয় - কারা ওরা? ওরা কি এই শহরেই থাকে - ঘুরে ফেরে ঘিঞ্চি গলির বাঁকে। সত্য-মিথ্যার দন্দ চিরকালের - মিথ্যার শোরগোল বরাবরই বেশি উদ্ভট আচরনে আজকাল কেউ করেনা হাঁসাহাঁসি আন্দোলন যদি সত্যপথে হয় কেবল তবেই হবে ভালবাসাবাসি - এই সরল সমীকরনটানা কারো বোধে আসেনা গন্ডি পেরিয়ে ডানা মেলে মুক্ত মনে ভাসেনা। মানুষে মানুষে বিভেদ কেন? কেন কেউ কারো নয়, কেন একা চলতে হয়! কেউ কি বলতে পারো? বিমুখ হয়ে ভ্রান্ত পথে চলতে পারো শুধু পারোনা বদলে যেতে বদলে দিতে। হাজার বছরের সোনাদিঘীর পাড়ে গড়তে গড়তে বসতভিটা গত হয় চরাচরে।