মন চুরি ।। বিশ্বাস
দুটো চোখ বারবার চোখের সামনে ভেসে ওঠে
চোখ বন্ধ করলে চোখ - চোখ খুললে চোখ
আমার সকল দৃষ্টি জুড়ে কেবলই চোখ আর তুমি
এত সুন্দর চোখ আগে আমি দেখিনি।
তোমাকে চাই -কেবলই তোমাকে চাই
যদি পাই -
সবকিছু ছেড়ে দিতে রাজি আছি
সবকিছু ভুলে যেতে পারি মিছে মিছি।
ঘোমটা ছেড়ে বাঁধন খুলে - দুঃখ ভুলে
যদি আসো -
যদি বলো কোন রাজ্যের রাজা হে তুমি
কোথায়-বা বাড়ি তোমার
কোন সাগরের ইলিশ তুমি
কোথায়-বা গড়ো তোমার সুখের ঘর ।
যদি বলো পাশে আছি
সবকিছু ভুলে যেতে রাজি আছি
তোমার মত করে বাঁচি - যদি বলো।
মনটা চুরি হয়ে গেছে আমার সেদিন ।
চোখ বন্ধ করলে চোখ - চোখ খুললে চোখ
আমার সকল দৃষ্টি জুড়ে কেবলই চোখ আর তুমি
এত সুন্দর চোখ আগে আমি দেখিনি।
তোমাকে চাই -কেবলই তোমাকে চাই
যদি পাই -
সবকিছু ছেড়ে দিতে রাজি আছি
সবকিছু ভুলে যেতে পারি মিছে মিছি।
ঘোমটা ছেড়ে বাঁধন খুলে - দুঃখ ভুলে
যদি আসো -
যদি বলো কোন রাজ্যের রাজা হে তুমি
কোথায়-বা বাড়ি তোমার
কোন সাগরের ইলিশ তুমি
কোথায়-বা গড়ো তোমার সুখের ঘর ।
যদি বলো পাশে আছি
সবকিছু ভুলে যেতে রাজি আছি
তোমার মত করে বাঁচি - যদি বলো।
মনটা চুরি হয়ে গেছে আমার সেদিন ।
Comments
Post a Comment