বিষণ্ণতাই বাঁচি ।। বিশ্বাস
এই বেশ ভাল আছি
এই বেশ কাছে আসি
পরোক্ষনেই দুঃখের ভেলায় ভাসি
প্রতিনিয়ত নোংরা হাঁসিখেলায় বাঁচি।
এই বেশ কাছে আসি
পরোক্ষনেই দুঃখের ভেলায় ভাসি
প্রতিনিয়ত নোংরা হাঁসিখেলায় বাঁচি।
শখের ঘড়িটা আমার হারিয়ে গেছে
সময়ের হিসেব তেমনটা থাকেনা আর
তুমি কি ভাল হিসেব পারো? -
তবে জাপটে ধরো
তোমার পাশে হাঁটব ভেবে
নিতে পারি কাঁধে ভার।
সময়ের হিসেব তেমনটা থাকেনা আর
তুমি কি ভাল হিসেব পারো? -
তবে জাপটে ধরো
তোমার পাশে হাঁটব ভেবে
নিতে পারি কাঁধে ভার।
Comments
Post a Comment