একান্তই তোমার ।। বিশ্বাস

তোমার পানে উজানের নাউ ভাসিয়ে
হারিয়ে ফেলেছি আমার সখের ভেলা
কেবল তুমি হৃদয়পানে চেয়ে ছিলে বলে
তুমির পানে ছুটতে গিয়ে লক্ষ্যের পথে হাঁটার
গতি শ্লথ হয়ে গেছে আমার
তোমার জন্য ভীড় ঠেলে সামনে এগোতে
কয়েক শতবার হোঁচট খেতে হয়েছে
তোমার নামে গম্ভীর চেতনার অচেনা বিসর্জন
তোমার নামে কত কি হয়ে গেছে বর্জন।


তবু হয়ত আজও তুমি বোঝোনি কতটা হারিয়েছি
নিজেকে
ভেঙ্গেচুরে গড়তে চেয়েছি বারবার
স্মৃতিগুলো আমাকে কুঁড়ে খায়
একই জায়গায় স্থির করে রেখে দেয়
আমার ভাবনার দরজাগুলোকে বন্দী করে
বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখেছ
ভাবছো আমি বোধহয় সুখেই আছি -
আমার সমস্ত স্মরন জুড়ে তোমার জ্বালাতন
এভাবে কি ভাল থাকা যাই - বৃথা সময় হারাই
ভাল থাকাটা বোধয় ক্ষনিকমাত্র ।

হয়ত ভাবছো দুর থেকে ভালবেসে ভাল আছি
কি করে বুঝবে কতটা যন্ত্রনা একান্তই আমার
হয়ত ভাবছো তোমাকে কাছে ডাকার কথাগুলো ভুলে গেছি
তোমার স্বরনে বরন করিব শত বিরহের জ্বালা
তোমার জন্য মনটা আমার করেছি ভীষন কালা ।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি