হচ্ছে না । । বিশ্বাস
কোন কিছুই হচ্ছে না
বৃথায় আশায় দিন চলে যাই
করি কি উপায় এখন
কিছুই বোঝা যাচ্ছে না।
বৃথায় আশায় দিন চলে যাই
করি কি উপায় এখন
কিছুই বোঝা যাচ্ছে না।
না না - কোন কিছুই হচ্ছে না
গোলক ধাঁধাঁয় দিন কেটে যাই
ঘটছে কি বুঝি না ছাই
ধারে যেতে পারছি না।
না কিছুই হচ্ছে না
যা মুক্ত করে দিলাম তোকে
যদি পারিস ভুলে যাস
আমার ভোলা হচ্ছে না।
না কোন কিছুই হচ্ছে না
কি করছি বোধে আমার আসছে না
কষ্টগুলো বেড়েই চলেছে
ভুলে থাকা যাচ্ছে না।
গোলক ধাঁধাঁয় দিন কেটে যাই
ঘটছে কি বুঝি না ছাই
ধারে যেতে পারছি না।
না কিছুই হচ্ছে না
যা মুক্ত করে দিলাম তোকে
যদি পারিস ভুলে যাস
আমার ভোলা হচ্ছে না।
না কোন কিছুই হচ্ছে না
কি করছি বোধে আমার আসছে না
কষ্টগুলো বেড়েই চলেছে
ভুলে থাকা যাচ্ছে না।
Comments
Post a Comment