স্ব-ইচ্ছার সীমাবদ্ধতা ।। বিশ্বাস
লাল কালিতে লিখা ছিল এক খন্ড ভুমির নাম
উজ্জীবিত হতে গিয়ে দিশা হারিয়ে ফেলে
মুছে দিতে চেয়েছিল একদল নির্বোধ
কালো কালির আঁচড় এখনো লেগে আছে
হারানোর ভয়ে ক্রমাগত দৃড় চিত্তে বাঁচে।
উজ্জীবিত হতে গিয়ে দিশা হারিয়ে ফেলে
মুছে দিতে চেয়েছিল একদল নির্বোধ
কালো কালির আঁচড় এখনো লেগে আছে
হারানোর ভয়ে ক্রমাগত দৃড় চিত্তে বাঁচে।
বার বার পিছু ফিরে তলিয়ে যেতে চাই
বার বার মনুষত্ব্যের বলি উৎরাই
যে আজও বোঝেনা মানুষ শব্দের অর্থ
তার কোলাহলে আজও মুখর হাট-বাজার
পাড়া থেকে গ্রাম জুড়ে চলে নিত্য ভোলানোর কারবার।
এখানে যারা স্ব-ইচ্ছায় বাঁচে
যারা স্বাধীন চেতনায় বিশ্বাসী
তারা নাকি পরিত্যক্ত বোধহীন ভ্রান্ত অযোগ্য
জানার জগৎ ক্ষুদ্র হলেই এখানে গ্রহনযোগ্য
সীমাবদ্ধতায় চলতে পারলে এখানে পরিশুদ্ধ।
বার বার মনুষত্ব্যের বলি উৎরাই
যে আজও বোঝেনা মানুষ শব্দের অর্থ
তার কোলাহলে আজও মুখর হাট-বাজার
পাড়া থেকে গ্রাম জুড়ে চলে নিত্য ভোলানোর কারবার।
এখানে যারা স্ব-ইচ্ছায় বাঁচে
যারা স্বাধীন চেতনায় বিশ্বাসী
তারা নাকি পরিত্যক্ত বোধহীন ভ্রান্ত অযোগ্য
জানার জগৎ ক্ষুদ্র হলেই এখানে গ্রহনযোগ্য
সীমাবদ্ধতায় চলতে পারলে এখানে পরিশুদ্ধ।
Comments
Post a Comment