বিভ্রান্তিতে বাঁচি ।। বিশ্বাস
তোমার প্রতিপত্তির নিকট আমার হার
তোমার আভিজাত্যের দাপট করেছে পর
তোমার লালস্যের ছলাকলা চলবে কত আর
তোমার লুকোচুরি খেলা চলবে কতবার।
তোমার আভিজাত্যের দাপট করেছে পর
তোমার লালস্যের ছলাকলা চলবে কত আর
তোমার লুকোচুরি খেলা চলবে কতবার।
তোমার রীতি-নীতি থাক একান্তই তোমার
কে আমি! আমি তো অতি নগন্য
রাস্তার পাশে পড়ে থাকা ভিখারী জীবন আমার
চেয়ে খেতে খেতে কাটে যার বেলা
পাওনা দারের কষাঘাতে জরাজীর্ন শরীর আমার।
আমি আর জ্বলতে চাই না
নিভে গেছে সব কামনার দ্বার
একা একা থাকলে লোকে পাগল ভাবে
ভাবুক - দিন শেষে কে একা নই বলো -
এছাড়া একে অন্যের সহায়ক মাত্র
আমি তো তোমার কাছে কেবল খেলার পাত্র।
কে আমি! আমি তো অতি নগন্য
রাস্তার পাশে পড়ে থাকা ভিখারী জীবন আমার
চেয়ে খেতে খেতে কাটে যার বেলা
পাওনা দারের কষাঘাতে জরাজীর্ন শরীর আমার।
আমি আর জ্বলতে চাই না
নিভে গেছে সব কামনার দ্বার
একা একা থাকলে লোকে পাগল ভাবে
ভাবুক - দিন শেষে কে একা নই বলো -
এছাড়া একে অন্যের সহায়ক মাত্র
আমি তো তোমার কাছে কেবল খেলার পাত্র।
Comments
Post a Comment