যদি পারিস ।। বিশ্বাস

তোকে ভাবতেই বৃথা সময় চলে যায়
কিছুই করা হচ্ছে না আমাকে দিয়ে
না পড়তেও পারছিনা আর আগের মত
কোন কাজই করতে পারছিনা ঠিক মত
কি যে করি বুঝে উঠতে পারছিনা।

সারাটা দিন চলে যাই তোকে ভাবতে
না! ঠিক মত ঘুমুতেও পারছিনা
কোন কিছুই হচ্ছে না ঠিকমত
আজকাল আমার সাথে কি কি ঘটে যাচ্ছে
বুঝে উঠতে পারছিনা -কেন এমন হলোরে।

যেখানেই যাসনা কেন ফিরতে হবে স্মৃতির ভীড়ে।
দুঃখিত - বলায় না একটু ভুল ছিল
বাজে কিছুতো বলিনি
তোর কাছে নতুন করে শিখতে চেয়েছিলাম
কি করে ভালবাসতে হয়।

তোর কাছে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছি
পারিস যদি কাছে আসিস - ভালবাসিস।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি