কি এক বন্ধনে ।। বিশ্বাস
আধো ঘুম বাঁকা চুম
ঘোরে ঘুরে এই দেহ-মন
কাছে আসতে চেয়ে ফাঁকি দিলে
লাগালে বুকে এ কোন আগুন।
ঘোরে ঘুরে এই দেহ-মন
কাছে আসতে চেয়ে ফাঁকি দিলে
লাগালে বুকে এ কোন আগুন।
ভাল যদি নাই বাসতে পারো
কেন এসেছিলে কাছে
ফের যদি নাই আসতে পারো
কেন মজে ছিলে চোখের ভাঁজে।
কি এক অদ্ভুত মায়ার বন্ধনে
রেখে গেলে আমায়
চঞ্চলতায় আর অস্থিরতায়
আজও বৃথায় দিন গড়ায়।
তোমার জন্য এনে দিতে পারি
মিথ্যে কথার ঝুড়ি
মস্ত বাধা উৎরাতে পারি
মেরে মেরে তুড়ি।
মিথ্যার সাথে চলতে চলতে
শিখেছি মিথ্যা বলা
কথায় কথায় মিথ্যা নিয়ে
অহরহই এ পথচলা।
কেন এসেছিলে কাছে
ফের যদি নাই আসতে পারো
কেন মজে ছিলে চোখের ভাঁজে।
কি এক অদ্ভুত মায়ার বন্ধনে
রেখে গেলে আমায়
চঞ্চলতায় আর অস্থিরতায়
আজও বৃথায় দিন গড়ায়।
তোমার জন্য এনে দিতে পারি
মিথ্যে কথার ঝুড়ি
মস্ত বাধা উৎরাতে পারি
মেরে মেরে তুড়ি।
মিথ্যার সাথে চলতে চলতে
শিখেছি মিথ্যা বলা
কথায় কথায় মিথ্যা নিয়ে
অহরহই এ পথচলা।
Comments
Post a Comment