Posts

Showing posts from March, 2017

মা ।। বিশ্বাস

দেশ মাটি আমার মা - যন্ত্রনার মুক্তিতে উৎরাবে যত বাধা একদিন থেমে যাবে ঝড় সেদিন বুঝবে সবাই কে আপন কে পর। বড় ভালবাসি তোর মলিন মুখের হাঁসি ভালবাসি প্রাণ খোলা হাঁসি কতোটা ধোঁয়া উড়লে মেঘহীন হবে তোর আকাশ খেলবে পাড়ার ছেলেরা মুক্ত মাঠে মন আনন্দে গাইবে গায়েন গলা ছেড়ে নাচবে বালিকা মুক্ত মঞ্চে প্রেমিক যুগল চুটিয়ে প্রেম করবে আনমনে কতোটা রক্তের ঝান্ডা উড়লে কতোটা স্রোতের বন্যা ভাসলে - কত কত আর কত! ভালবাসি ভীষন ভালবাসি মাকে দেশ মাটি আমার মা।

জলে যাক ।। বিশ্বাস

জলে যাক তোর সকল বাসোনা জলে যাক চেতনার প্রহরী জলে ডুবে গিয়ে কাতরাক সব জলে ডুবে মরি মরি। জলে যাক সব জলে যাক রাজহাঁস সব বকে খাক তোর কি তাতে? গুনীজনে কয় মাঠে ঘাটে। ভেবে দেখি - দেখে দেখে হয়ে যায় পথহারা পাখি।

জানি না কে তুমি ।। বিশ্বাস

কে তুমি জানি না, জানতেও ভয় হয় শুধু দুর হতে চেয়ে চেয়ে দেখেছি তোমার কথা ভেবে ভেবে অর্ধচন্দ্র খেয়েছি। আমার সবকিছুতেই অদৃশ্য একটা দেয়াল খাড়া হয়ে যায় আমি যা কিছু খুঁজে বেড়িয়েছি যা কিছু চেয়েছি - সব কিছুই হয়ে গেছে কোথা পাই কোথা পাই।  দারে দারে ঘুরে ফিরে আমি আজ রড় ক্লান্ত কিভাবে বলতে হয় সেইটাই হয়ত ভুলে গেছি কি করে জানতে হয় সেইটায় হয়ত সবার থেকে আলাদা। হয়ত আমি বোকা-সোকা মানুষ - কথাগুলো সহজ করে বলে ফেলি মনের মধ্যে যা আসে বলে ফেলি হয়ত আমি তোমাদের মত নই হয়ত আমি যা কিছু নই - সহজ করে কই হয়ত আমাকে আলাদা করে দেয়া হয়। কে তুমি জানি না, জানতেও ভয় হয় শুধু দুর হতে নির্বোধের মত চেয়ে চেয়ে দেখেছি জানতে চেয়েছি - সাহস হয়নি।

ভুলে যাই ।। বিশ্বাস

আমি ভুলে যাই তুমি কখনো আমার ছিলেনা আমি ভুলে যাই তুমি কখনো আমার হবেনা আমি ভুলে যাই কেতা দুরস্থ অবস্থা যার - ভালবাসা পাওয়ার আশা তার চলেনা।  সব কিছুই তো ঠিকঠাকই ছিল শেষ মুহুর্তে এ কি করলে তুমি? তোমাকে নিয়ে যা কিছু ভাবলাম তার সবটাই পন্ড করে দিলে। আমি ভুলে যাই চোখের সামনে দন্ডায়মান অদৃশ্য এক দেয়াল ভেদ করেছে সে যার চিত্ত কবিয়াল যার চাঁদ আর তারা দেখে রাত পেরোয় ভুলে যাই ভোর।

প্রেম ।। বিশ্বাস

আমার অনেক গুলো কথা আছে তোমাকে বলার বলবও ভেবেছিলাম - হয়ে ওঠেনি অতি অল্পেই যাওয়ার জন্য ব্যস্ত হয়েও পড়েছিলে চলেও গিয়েছিলে। চলে গেলে এভাবে একা ফেলে - পারলে তুমি এভাবে চলে যেতে আর কিছুক্ষন কি থেকে যেতে পারতে না আমি না-হয় তোমার কাছে যেতে ভয় পাই পাছে যদি কিছু বলো তাই - তুমি কি বোঝো না - নাকি বুঝতে চাওনা। হাবা গোবার মত চেয়ে থাকি - কেবলই তোমার অপেক্ষায় দিন গুনে চলেছি আমি বারবার ফিরে ফিরে দেখি কেনো তুমি কি বোঝো না! - নাকি বুঝতে চাওনা - কবে বুঝবে তুমি - কবে ভাসবো প্রেমে তুমি আর আমি।

রাণী তুমি ।। বিশ্বাস

তুমি প্রাচুর্যের রাণী - তুমি বড্ড অভিমানী রাজপ্রাসাদের অতন্ত্রপ্রহরী হয়ে দাঁড়িয়ে আছি তোমার প্রতীক্ষায়। চেয়ে দেখো চক্ষু মেলে - দুটো চোখ কি রকম যেন করুন দৃষ্টিতে চেয়ে আছে তোমার পানে শুনে দেখো - হৃদয়ের কোনে  টিক টিক শব্দে শুনবে আমার নাম ভাবনা জুড়ে কেবল আমাকেই খুঁজে পাবে। আমিই কি তোমার সকল পন্ড হওয়া অভিমান যদি তাই হয় তবে তো কাছে এসে শাঁসিয়ে যেতে পারো জ্বালা মেটাতে পারো ভয় নেই - আমি আনন্দে আত্নহারা হয়ে যাবো দেখো।

ভাল যখন বেশেছি ।। বিশ্বাস

আমি চাই তুমি এমনই থাকো তুমি তোমার মত করে বাঁচো ভাল যখন বেসেছি - বেসে যাব কাছে আসো বা না আসো। যদি তুমি বদলে যাও নিজের কাছে হারিয়ে দাও আমাকে সেদিনও বলব ভালবাসি - বলি কি - ভাল যখন বেশেছি - বেসে যাব কাছে আসো বা না আসো। এ মন যদি ভেঙ্গে যাই যদি বা সে আর ফিরে না চাই ক্ষতি নেই - ভাল যখন বেশেছি - বেসে যাব।

তোমার জন্য একটি কবিতা ।। বিশ্বাস

কেউ কখনো আমাকে এসে বলেনি - আমার একটা কবিতা লাগবে - আমার ছন্দ যুক্ত কটা লাইন লাগবে - যার প্রতিটি অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত জুড়ে কেবল আমি থাকব। কেউ বলেনি আমি তোমার কবিতা হবো তুমি এসেছিলে - তোমার এক পলক দৃষ্টি যেন সঙ্গম সুখ সুতরাং আমি তোমার কাছে হেরে গেছি আমার চোখ অন্ধ হয়ে গেছে। শহরের অলি গলি ঘুরে ফিরে প্রতিদিন যে পথে হাঁটি এ পথ পথিকহীন। যাত্রা পথ নির্ধারিত হয়ে গেছে - তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারছিনা আর কত লুকোচুরি খেলবে আমার সাথে আমার কিচ্ছু লাগবে না - শুধু মাঝে মধ্যে এভাবেই কাছে এসো -এভাবেই ভালবেসো ।

পাথরের বুকে ।। বিশ্বাস

শত বছরের শত কোলাহল শেষে শত লক্ষ আলোকবর্ষ পেরিয়ে সেদিন পৌঁছে যাবে সন্ধানে - মুক্তি মিলবে কিনা সেদিন সেই দুর্ভাবনায় তবু পথিক পথ চলেছে নব জীবনের জয়গানে। মৃত পাথরের বুকে প্রাণের সাড়া জাগাতে পারলে সে বেলা ঈশ্বরের সাথে - বিরক্তি ভরে কিছু উত্তর জানার ছিল । যদিও নেই - সকল উপাশনালয় - মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা বহুল শহর-গ্রাম। বিমর্ষ হয়ে যাত্রাপথে অতিবাহিত সে বেলা - বাস্তবিক পটে একবিংশ শতাব্দীতে আধুনিক শব্দটা নামে মাত্র মানষিকভাবে সংকীর্ন - ওরা সে পথে হাঁটে। যখন দেখি - মানষিকভাবে বিভ্রান্ত হওয়া আরেকটা পথ খুলে ফেলা হল কিছু সংকীর্ন চিন্তার মানুষের তীব্র বিষের ছোবলে কে বলে - তুমি মুক্তস্বাধীন মানুষের ক্রন্দলে।