ক্যামনতর যাতনা ।। বিশ্বাস
পাখির কিচিরমিচির শব্দে মেতেছে আজকে আমার আধ-পাগলা মন তোমার রুপের মায়ায় রাত কেটেছে ভোর হয়েছে লাগিয়ে বুকে আগুন। বাঁচিবার লড়াই এ ব্যস্ত হেথায় অবিরত দেহের অন্তরে দহন দিন গুনছি একা বসে ভুলের ব্যথায় হৃদয় আঙ্গিনায় অঝরে রক্তক্ষরন। বিষের ব্যথার কাতরতাই কাটাই পাষানীর নেই কোন চেতন অকুল পাথারে ডুব দিয়েছি তাই স্রোতের বেগের তীব্র যাতন। কোন কারনে সইছি এ ব্যথা পাইনা খুঁজে আজও কোন কারন কিসের আশায় থমকে গেছি হেথা আমার খুশির পথগুলো সব বারন।