Posts

Showing posts from May, 2017

ক্যামনতর যাতনা ।। বিশ্বাস

পাখির কিচিরমিচির শব্দে মেতেছে আজকে আমার আধ-পাগলা মন তোমার রুপের মায়ায় রাত কেটেছে ভোর হয়েছে লাগিয়ে বুকে আগুন। বাঁচিবার লড়াই এ ব্যস্ত হেথায় অবিরত দেহের অন্তরে দহন দিন গুনছি একা বসে ভুলের ব্যথায় হৃদয় আঙ্গিনায় অঝরে রক্তক্ষরন। বিষের ব্যথার কাতরতাই কাটাই পাষানীর নেই কোন চেতন অকুল পাথারে ডুব দিয়েছি তাই স্রোতের বেগের তীব্র যাতন। কোন কারনে সইছি এ ব্যথা পাইনা খুঁজে আজও কোন কারন কিসের আশায় থমকে গেছি হেথা আমার খুশির পথগুলো সব বারন।

প্রলাপ বকি ।। বিশ্বাস

অভিনয় দেখতে দেখতে শিখে গেছি নাটক করে বাঁচতে জেনে গেছি এখন বুঝি! ভালবাসতে যোগ্যতা লাগে আস্থা লাগে - লাগেনা মনের চাওয়া তাই শীতল জলে গভীর তলে হয়না আর যাওয়া। যেতে পারি অকূল পাথারে হারিয়ে ফেলতে পারি নিজেকে - ভুলে ভরা জীবনের নিদ্রাগুলো দ্বীধাহীন এরা থাকার স্বত্বেও হাত পাতে খুশির খোঁজে যাচ্ছেনা সমানের পথে। ল্যাঙ মারার ধারনায় আজও বিশ্বাসী এরা আর আমি! সেতো নিতান্তই বোকা পথটা আমার আজও ভীষন ফাঁকা মনে অনেক ময়লা জমে গেছে নীরবে বোঝা হয়ে ওঠেনি - সন্ধান থামবে একদিন সেদিন আমি আর থাকবো না।

একান্তই তোমার ।। বিশ্বাস

তোমার পানে উজানের নাউ ভাসিয়ে হারিয়ে ফেলেছি আমার সখের ভেলা কেবল তুমি হৃদয়পানে চেয়ে ছিলে বলে তুমির পানে ছুটতে গিয়ে লক্ষ্যের পথে হাঁটার গতি শ্লথ হয়ে গেছে আমার তোমার জন্য ভীড় ঠেলে সামনে এগোতে কয়েক শতবার হোঁচট খেতে হয়েছে তোমার নামে গম্ভীর চেতনার অচেনা বিসর্জন তোমার নামে কত কি হয়ে গেছে বর্জন। তবু হয়ত আজও তুমি বোঝোনি কতটা হারিয়েছি নিজেকে ভেঙ্গেচুরে গড়তে চেয়েছি বারবার স্মৃতিগুলো আমাকে কুঁড়ে খায় একই জায়গায় স্থির করে রেখে দেয় আমার ভাবনার দরজাগুলোকে বন্দী করে বাইরে থেকে তালা দিয়ে আটকে রেখেছ ভাবছো আমি বোধহয় সুখেই আছি - আমার সমস্ত স্মরন জুড়ে তোমার জ্বালাতন এভাবে কি ভাল থাকা যাই - বৃথা সময় হারাই ভাল থাকাটা বোধয় ক্ষনিকমাত্র । হয়ত ভাবছো দুর থেকে ভালবেসে ভাল আছি কি করে বুঝবে কতটা যন্ত্রনা একান্তই আমার হয়ত ভাবছো তোমাকে কাছে ডাকার কথাগুলো ভুলে গেছি তোমার স্বরনে বরন করিব শত বিরহের জ্বালা তোমার জন্য মনটা আমার করেছি ভীষন কালা ।

হচ্ছে না । । বিশ্বাস

কোন কিছুই হচ্ছে না বৃথায় আশায় দিন চলে যাই করি কি উপায় এখন কিছুই বোঝা যাচ্ছে না। না না - কোন কিছুই হচ্ছে না গোলক ধাঁধাঁয় দিন কেটে যাই ঘটছে কি বুঝি না ছাই ধারে যেতে পারছি না। না কিছুই হচ্ছে না যা মুক্ত করে দিলাম তোকে যদি পারিস ভুলে যাস আমার ভোলা হচ্ছে না। না কোন কিছুই হচ্ছে না কি করছি বোধে আমার আসছে না কষ্টগুলো বেড়েই চলেছে ভুলে থাকা যাচ্ছে না।

বিভ্রান্তিতে বাঁচি ।। বিশ্বাস

তোমার প্রতিপত্তির নিকট আমার হার তোমার আভিজাত্যের দাপট করেছে পর তোমার লালস্যের ছলাকলা চলবে কত আর তোমার লুকোচুরি খেলা চলবে কতবার। তোমার রীতি-নীতি থাক একান্তই তোমার কে আমি! আমি তো অতি নগন্য রাস্তার পাশে পড়ে থাকা ভিখারী জীবন আমার চেয়ে খেতে খেতে কাটে যার বেলা পাওনা দারের কষাঘাতে জরাজীর্ন শরীর আমার। আমি আর জ্বলতে চাই না নিভে গেছে সব কামনার দ্বার একা একা থাকলে লোকে পাগল ভাবে ভাবুক - দিন শেষে কে একা নই বলো - এছাড়া একে অন্যের সহায়ক মাত্র আমি তো তোমার কাছে কেবল খেলার পাত্র।

বিষণ্ণতাই বাঁচি ।। বিশ্বাস

এই বেশ ভাল আছি এই বেশ কাছে আসি পরোক্ষনেই দুঃখের ভেলায় ভাসি প্রতিনিয়ত নোংরা হাঁসিখেলায় বাঁচি। শখের ঘড়িটা আমার হারিয়ে গেছে সময়ের হিসেব তেমনটা থাকেনা আর তুমি কি ভাল হিসেব পারো? - তবে জাপটে ধরো তোমার পাশে হাঁটব ভেবে নিতে পারি কাঁধে ভার।

স্ব-ইচ্ছার সীমাবদ্ধতা ।। বিশ্বাস

লাল কালিতে লিখা ছিল এক খন্ড ভুমির নাম উজ্জীবিত হতে গিয়ে দিশা হারিয়ে ফেলে মুছে দিতে চেয়েছিল একদল নির্বোধ কালো কালির আঁচড় এখনো লেগে আছে হারানোর ভয়ে ক্রমাগত দৃড় চিত্তে বাঁচে। বার বার পিছু ফিরে তলিয়ে যেতে চাই বার বার মনুষত্ব্যের বলি উৎরাই যে আজও বোঝেনা মানুষ শব্দের অর্থ তার কোলাহলে আজও মুখর হাট-বাজার পাড়া থেকে গ্রাম জুড়ে চলে নিত্য ভোলানোর কারবার। এখানে যারা স্ব-ইচ্ছায় বাঁচে যারা স্বাধীন চেতনায় বিশ্বাসী তারা নাকি পরিত্যক্ত বোধহীন ভ্রান্ত অযোগ্য জানার জগৎ ক্ষুদ্র হলেই এখানে গ্রহনযোগ্য সীমাবদ্ধতায় চলতে পারলে এখানে পরিশুদ্ধ।

মন চুরি ।। বিশ্বাস

দুটো চোখ বারবার চোখের সামনে ভেসে ওঠে চোখ বন্ধ করলে চোখ - চোখ খুললে চোখ আমার সকল দৃষ্টি জুড়ে কেবলই চোখ আর তুমি এত সুন্দর চোখ আগে আমি দেখিনি। তোমাকে চাই -কেবলই তোমাকে চাই যদি পাই - সবকিছু ছেড়ে দিতে রাজি আছি সবকিছু ভুলে যেতে পারি মিছে মিছি। ঘোমটা ছেড়ে বাঁধন খুলে - দুঃখ ভুলে যদি আসো - যদি বলো কোন রাজ্যের রাজা হে তুমি কোথায়-বা বাড়ি তোমার কোন সাগরের ইলিশ তুমি কোথায়-বা গড়ো তোমার সুখের ঘর । যদি বলো পাশে আছি সবকিছু ভুলে যেতে রাজি আছি তোমার মত করে বাঁচি - যদি বলো। মনটা চুরি হয়ে গেছে আমার সেদিন ।

কি এক বন্ধনে ।। বিশ্বাস

আধো ঘুম বাঁকা চুম ঘোরে ঘুরে এই দেহ-মন কাছে আসতে চেয়ে ফাঁকি দিলে লাগালে বুকে এ কোন আগুন। ভাল যদি নাই বাসতে পারো কেন এসেছিলে কাছে ফের যদি নাই আসতে পারো কেন মজে ছিলে চোখের ভাঁজে। কি এক অদ্ভুত মায়ার বন্ধনে রেখে গেলে আমায় চঞ্চলতায় আর অস্থিরতায় আজও বৃথায় দিন গড়ায়। তোমার জন্য এনে দিতে পারি মিথ্যে কথার ঝুড়ি মস্ত বাধা উৎরাতে পারি মেরে মেরে তুড়ি। মিথ্যার সাথে চলতে চলতে শিখেছি মিথ্যা বলা কথায় কথায় মিথ্যা নিয়ে অহরহই এ পথচলা।

যদি পারিস ।। বিশ্বাস

তোকে ভাবতেই বৃথা সময় চলে যায় কিছুই করা হচ্ছে না আমাকে দিয়ে না পড়তেও পারছিনা আর আগের মত কোন কাজই করতে পারছিনা ঠিক মত কি যে করি বুঝে উঠতে পারছিনা। সারাটা দিন চলে যাই তোকে ভাবতে না! ঠিক মত ঘুমুতেও পারছিনা কোন কিছুই হচ্ছে না ঠিকমত আজকাল আমার সাথে কি কি ঘটে যাচ্ছে বুঝে উঠতে পারছিনা -কেন এমন হলোরে। যেখানেই যাসনা কেন ফিরতে হবে স্মৃতির ভীড়ে। দুঃখিত - বলায় না একটু ভুল ছিল বাজে কিছুতো বলিনি তোর কাছে নতুন করে শিখতে চেয়েছিলাম কি করে ভালবাসতে হয়। তোর কাছে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছি পারিস যদি কাছে আসিস - ভালবাসিস।