পাঠক ।। কবি বিশ্বাস (বাপ)

কেউ কি করে জানবে
বড় বেশি পাঠক প্রেমিক
বরাবর আমায় -
জন্মক্ষনেই ছুয়েছে হৃদয়
নয়ন নন্দিত রূপ প্রচ্ছদ
সমস্ত অববয় জুরে কি এক
লাবন্যয়তা ছড়ায় ফুরফুরে সুগন্ধ সুবাস
যা বড় বেশি কাছে টানে
ওদুড়ায় পাঠক হৃদয়
নির্ভয়ে নির্ভিক পথচলা
বড় অসাম্প্রদায়িক নোংরামী শূন্য শব্দমালা
গনতন্ত্রী এক মুক্ত কন্ঠস্বর
আমি তাই বড় বেশি প্রমিক প্রবর
এখন ষোড়স্বী তুমি কবে জন্মেছিলে।
আটাত্তরে। চোরানব্বয়ে এসে পূর্ন যৌবনা
অনন্ত যৌবনা হয়ে ধরে রাখ এ যৌবন
সত ন্যায় আর গনতন্ত্রের পতাকা -
উড়াতে থাক বাংলার আকাশে আজীবন
অর তোমার জরায়ু থেকে বেরিয়ে আসুক
শক্তশত মনিষি অনন্ত কাল-
যারা পথ দেবে দিশা দিবে আগামী প্রজন্মের
শিল্প সাহিত্য অর্থনীতি বিজ্ঞান দর্শন রাজনীতির
নেতৃত্ব দিয়ে সুখ তাসে সুস্থ
স্বাস্থ্য দেবে বাংলার। এখন যেমন আমি
অনন্তকাল জুটবে পাঠক প্রেমিক
সেই তুমি এই থাকো যদি।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি