খন্ড চিত্র ।। বিশ্বাস

ভন্ডমীর খন্ড চিত্র তুলে ধরতে গিয়ে
নোংরামীর দৃশ্যপট দেখতে গিয়ে
আমি সেদিন কয়েদী বনে গিয়েছিলাম
মশা মেরে মেরে কাটে রাত হতে ভোর নির্ঘুম।

কোন কিছু করতে পারছিনা মন মত
হৃৎপিন্ডটা থানায় জমা রেখে এসেছি গতকাল
তখন থেকে আমি অন্ধ হয়ে যাচ্ছি -
হারিয়ে যাচ্ছি ভিক্ষা ব্যবসার বেড়াজালে।

কালে কালে বেড়ে গজিয়ে উঠেছে অনেক আগাছা
কিছু আছে জীবনভর পরগাছা হয়েই বাঁচে
কিছু আবার আলোহীন থাকে-বাঁচে-নাচে
এরা কারনে অকারনে দাপট দেখাতে তৎপর হয়।

নির্বোধের দল উদ্ভট দাবি নিয়ে হাজির
আর আপনারা নীরবে সমর্থন দিয়ে চলেছেন
ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছেন কিনা বোধে কি আসেনা -
আপনার আমার আমাদের সকলের।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি