অজুহাত ।। বিশ্বাস
অন্ধ দর্শন বন্ধ মন
রেখেছে বন্ধক ঘরের কোন
তোকে দিয়ে আমার কিছুই হবেনা
তুই বরং -
মিথ্যা আশার প্রলাপ গোন।
রেখেছে বন্ধক ঘরের কোন
তোকে দিয়ে আমার কিছুই হবেনা
তুই বরং -
মিথ্যা আশার প্রলাপ গোন।
পুরা কির্তীর শেষে
রইবে কি সধবার বেশে
সম্মুখে তোর অঢেল অজুহাত খ্যালে
তুই বরং -
মুক্ত কর বাঁধন গুচ্ছ এলোকেশে।
রইবে কি সধবার বেশে
সম্মুখে তোর অঢেল অজুহাত খ্যালে
তুই বরং -
মুক্ত কর বাঁধন গুচ্ছ এলোকেশে।
Comments
Post a Comment