আমি ভাল নেই ।। বিশ্বাস

কাছে এসে না দেখলে বুঝবে না
কতটা যন্ত্রনায় অতিবাহিত হয় আমার বেলা
চারিদিকে দেখি একে অন্যের অবহেলা
দুঃখগুলো ভুলে যাওয়ার চেষ্টায় আছি
তুমি কাছে এলে একটু বাঁচি।

কত কথা নিজের মধ্যেই থেকে যাই
কত বিপথ পথের দিশায় হারিয়ে যাই
নিয়মের গন্ডি পেরোতে কতবার পা পিছলাই
কতবার দীর্ঘশ্বাস বুকে নিয়ে নির্ঘুম জেগে কাটাই।

আজোও কাটে আমার বন্দী জীবন
বাঁচবো কবে মনের মতন
কবে তুমি বুঝবে এই আমাকে
কাছে এসে বসবে পাশে ভালবেসে।

ভালবাসার রং চেনাতে
করো আজও ভীষন রকম পাগলামি
তোমার চেয়ে এই পাথারে কে আছে আর দামি
কাছে আসলে পরে জানবে - কেমন আছি আমি!

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি