ভুলে ভরা জীবন ।। বিশ্বাস
অভিনয় দেখতে দেখতে শিখে গেছি
নাটক করে বাঁচতে জেনে গেছি
এখন বুঝি! ভালবাসতে যোগ্যতা লাগে
আস্থা লাগে - লাগেনা মনের চাওয়া
তাই শীতল জলে গভীর তলে হয়না আর যাওয়া।
নাটক করে বাঁচতে জেনে গেছি
এখন বুঝি! ভালবাসতে যোগ্যতা লাগে
আস্থা লাগে - লাগেনা মনের চাওয়া
তাই শীতল জলে গভীর তলে হয়না আর যাওয়া।
যেতে পারি অকূল পাথারে
হারিয়ে ফেলতে পারি নিজেকে -
ভুলে ভরা জীবনের নিদ্রাগুলো দ্বীধাহীন
এরা থাকার স্বত্বেও হাত পাতে
খুশির খোঁজে যাচ্ছেনা সমানের পথে।
ল্যাঙ মারার ধারনায় আজও বিশ্বাসী এরা
আর আমি! সেতো নিতান্তই বোকা
পথটা আমার আজও ভীষন ফাঁকা
মনে অনেক ময়লা জমে গেছে নীরবে
বোঝা হয়ে ওঠেনি - সন্ধান থামবে একদিন
সেদিন আমি আর থাকবো না।
হারিয়ে ফেলতে পারি নিজেকে -
ভুলে ভরা জীবনের নিদ্রাগুলো দ্বীধাহীন
এরা থাকার স্বত্বেও হাত পাতে
খুশির খোঁজে যাচ্ছেনা সমানের পথে।
ল্যাঙ মারার ধারনায় আজও বিশ্বাসী এরা
আর আমি! সেতো নিতান্তই বোকা
পথটা আমার আজও ভীষন ফাঁকা
মনে অনেক ময়লা জমে গেছে নীরবে
বোঝা হয়ে ওঠেনি - সন্ধান থামবে একদিন
সেদিন আমি আর থাকবো না।
Comments
Post a Comment