দাওয়াত তোমাকে রাই ।। বিশ্বাস

আলোহীনতায় বসবাস -
আমাকে মুঠো ভর্তি আলো দেবে রাই
অন্ধকারে তলিয়ে যাচ্ছি বারংবার -
অগোছালো জীবনে আলো হতে পারো
অথবা অন্ধকার ঘিরে মোম জালাবে
দাওয়াত রইলো এসো একবার । 


উসখুসে বদন আমার -
তেল সাবান লাগেনা খুব বেশি

ক্ষুধার্ত পেট আমার -
দেবে কিছু শুকনো লঙ্কা-পেঁয়াজ-রসুন
সৃজন বিলের খালের কিছু টাকি মাছ
পুঁটি-শিং-মলা-ঢেলা হলেও চলবে -
অথবা জেলের হাতের টাটকা নদীর মাছ।

রাঁধতে তেমন একটা ভাল পারিনা
তবু না হয় এসো একদিন - দাওয়াত রইল
সঙ্গে কিন্তু নিয়ে এসো সব
নইলে সবকিছুই ভেস্তে যাবে - পন্ড হবে
এসো কিন্তু -
মনের মাধুরী মিশিয়ে রেঁধে খাওয়াব তোমাকে।

আটা চিনি ঘরেই রাখি
তেলের পিঠা আমার ভীষন প্রিয়
তুমি এলে - বানাবো দুজন মিলে
দাওয়াত রইলো এসো কিন্তু।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি