লজ্জার বন্দী ।। বিশ্বাস
চার দেয়ালে বন্দী -
আকাশ দেখা মানা-
পুরুষ নামক প্রাণীগুলো সব দিচ্ছে সেথা হানা
চোখের এক কোনে জল
বৃষ্টিধারা হয়ে ঝরে চলেছে অবিরল
কেন রে?
প্রসারিত হাতে বুক ফুলিয়ে শ্বাস নিতে ইচ্ছা করেনা তোর?
বলি কি -
ঝুলুক তকমা লাগুক দাগ
বেশ্যা যারা বলে তোকে -আসছে ওদের পৌষ-মাঘ
কি! পারবিনা -
ঘুঁচাতে হবে তোকেই লজ্জার বাঘ।
আকাশ দেখা মানা-
পুরুষ নামক প্রাণীগুলো সব দিচ্ছে সেথা হানা
চোখের এক কোনে জল
বৃষ্টিধারা হয়ে ঝরে চলেছে অবিরল
কেন রে?
প্রসারিত হাতে বুক ফুলিয়ে শ্বাস নিতে ইচ্ছা করেনা তোর?
বলি কি -
ঝুলুক তকমা লাগুক দাগ
বেশ্যা যারা বলে তোকে -আসছে ওদের পৌষ-মাঘ
কি! পারবিনা -
ঘুঁচাতে হবে তোকেই লজ্জার বাঘ।
Comments
Post a Comment